নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ লোকসভা নির্বাচনের জন্য জোরদার প্রচার চালাচ্ছেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ। তিনি আজ দুর্গাপুর মহকুমা হাসপাতাল সংলগ্ন একটি হনুমান মন্দিরে পুজো দিয়েছেন। প্রচারে বেড়িয়ে তিনি দুর্গাপুরের বিজেপি প্রার্থী সুরিন্দর সিংহ আলুওয়ালিয়াকে কটাক্ষ করেছেন।
তার কথায়, '' দুর্গাপুর ইস্পাত কারখানা দামোদর ভ্যালি কর্পোরেশন যারা ঘাম ঝরিয়ে তৈরি করেছে তাঁদের জায়গা না দিয়ে উচ্ছেদের হুমকি দিচ্ছে, জল, বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হচ্ছে। এসব কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্র। পাঁচ বছরে এইসব মানুষের একটাও কথা শুনেননি বর্ধমান দুর্গাপুরের বিদায়ী বিজেপি সাংসদ সুরিন্দর সিং আহলুওয়ালিয়া। মায়াবাজারের দীর্ঘদিনের সমস্যা রেল ওভারব্রিজ। লক্ষ মানুষের সমস্যার কথা শোনেননি তিনি। দুর্গাপুরে রাষ্ট্রায়ত্ত সংস্থার একাধিক ক্রীড়াঙ্গন রয়েছে। সেগুলিরও উন্নয়নের কোন পরিকল্পনাই করেননি সুরিন্দর সিং আলুওয়ালিয়া। ''
তিনি এর পাশাপাশি মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকেও কটাক্ষ করেছেন। তার কথায়, '' মেদিনীপুরে কোন কাজ না করে বর্ধমান দুর্গাপুরে এসেছেন দিলীপ ঘোষ। লাঠি হাতে কুকুর তাড়াচ্ছে আর ত্রিশূল নিয়ে দেশের মানুষকে ভাগানোর পরিকল্পনা করছে। গরিব মানুষের কথা না শুনে ত্রিশূল নিয়ে আর লাঠি নিয়েই ঘুরছেন তিনি। পাগল হয়ে গিয়েছে দিলীপ ঘোষ। ''
প্রচারের মধ্যেই তৃণমূল প্রার্থী স্থানীয় সবজি বাজারে ক্রেতাদের এবং বিক্রেতার সাথে কথা বলে জনসংযোগ করেন।