নিজস্ব সংবাদদাতাঃ লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট পর্ব বাকি রয়েছে। ভোটের প্রচারও ইতিমধ্যে শেষ হয়েছে। বাংলায় বিজেপি আর তৃণমূলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। ভোটের মধ্যেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তার কথায়, '' মোদী তো মোদিই, দিদি কখনও মোদী হতে পারবেন না। ''
/anm-bengali/media/post_attachments/9a68553135a8a7f1a47f91dc6c7fe211de1b2d209b82fba305ceb2815d92b6d3.jpg)
এ ক্ষেত্রে প্রসঙ্গত যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার অশোকনগরে নির্বাচনী সভা করেন। এরপরেই অভিযোগ করা হয়েছে যে, প্রধানমন্ত্রীর সভার জন্যই হেলিপ্যাড তৈরি করতে মাঠের দফারফা হয়ে গিয়েছে। এই নিয়ে দিলীপ ঘোষ বলেছেন যে, '' মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করলে মাঠ নষ্ট হয় না ? ''
তিনি আরও বলেন যে, '' প্রধানমন্ত্রী আসবেন হেলিপ্যাড হবে, সেখানে নতুন তো কিছু নেই। তৃণমূল যখন মেলা করে পশ্চিমবঙ্গের সমস্ত মাঠে, স্কুলের মাঠগুলোয় মেলায় টাকা তোলে তখন কিছু হয় না। '' মুখ্যমন্ত্রী এবং শাসক দলকে কড়া ভাষায় নিশানা করেছেন দিলীপ ঘোষ।
/anm-bengali/media/post_attachments/89fbbeab08e93ba93b54114e5b3a94485d1bb04a1a8560f337bcd2b954132c84.jpg?w=1200&h=675&auto=format%2Ccompress&fit=max&enlarge=true)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)