নির্বাচনী প্রচারে এসে মানস ভুঁইয়াকে বেনজির আক্রমণ শানালেন সিপিএম নেতা শতরূপ ঘোষ

তৃণমূলকে কটাক্ষ সিপিএম নেতার।

author-image
Adrita
New Update
হয়

নিজস্ব সংবাদদাতা, সবংঃ পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ে বামফ্রন্টের প্রার্থী তপন গাঙ্গুলীর নির্বাচনী প্রচারে এলেন সিপিএমের রাজ্য নেতা শতরূপ ঘোষ। সবং এলাকায় নির্বাচনী প্রচার এসে রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়াকে বেনজির আক্রমণ করেন।

সবং প্রসঙ্গে বলেন তিনি বলেন, '' সবং এলাকায় একটা সময় মানস ভূঁইয়া বামফ্রন্টের সময় জিতে MLA হয়েছিলেন। বামফ্রন্ট সরকারের সময় কংগ্রেস থেকে MLA হয়ে কাজ করতে কোন অসুবিধা হয়নি। তৃণমূলের গভর্মেন্ট আসার পরে উনি আর কংগ্রেসের কাজ করতে পারলেন না। মার্ডার কেসে ভাসিয়ে দিয়ে উনার দলের লোককে খুন করে। উনার নাম ভাসিয়ে দিয়ে এখন নিজেকে তৃণমূলে সামিল করিয়েছে। উনিই হচ্ছে তৃণমূলের সব থেকে বড় ক্রিমিনাল। মানস ভূঁইয়া হচ্ছে সবংয়ের ক্রিমিনাল। মানস ভূঁইয়ার গায়ের জোরে সবংয়ে সাধারণ মানুষের জমি দখল করে ভেড়ি তৈরি হচ্ছে। মানস ভূইয়ার নেতৃত্বে সবংএ ভোট লুট হয়। উনার নেতৃত্বে সবং এর চাকরি বিক্রি হয়। '' 

এর উত্তর দিয়েছেন সবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আবু কালাম বক্স। তিনি বলেন, ''  সবংয়ে সিপিএম ২৭ জনকে খুন করেছে। মানুষের জিভ কেটে নিয়েছে।বলার অধিকার থাকতো না। সবংয়ে সিপিএমের যে ৭০ হাজার ভোট ছিল তা কোথায় গেলো ? শতরূপ বাবু বলুন। বাম থেকে সব রাম হয়েছে গিয়েছে। পায়ের মাটি সরে গিয়েছে আপনাদের। আর মানস রঞ্জন ভূঁইয়াকে আপনাকে চেনাতে হবে না। সবংয়ের মানুষ ওনাকে জানেন। '' 

Add 1