নিজস্ব সংবাদদাতাঃ রভনীত সিং বিট্টুর বিজেপিতে যোগ দেওয়া প্রসঙ্গে কংগ্রেস নেতা পারগত সিং বলেন, " আমার মনে হয় রভনীত বিট্টু রাহুল গান্ধীর রাজনীতির বিরুদ্ধে। আমি খুশি যে তিনি যে লাইনটি নিয়েছিলেন সেই পাশে চলে গেছেন। কংগ্রেস দুর্বল হবে না, বরং নতুন মুখ সুযোগ পাবে। এই ধরনের মানুষ শুধু নিজেদেরই ভালোবাসেন, পাঞ্জাবকে নয়। ''
/anm-bengali/media/post_attachments/bd70a31b04adf981d19aae975dbe49cfc100e580fe166fccbddbf8132ae082f0.jpg?im=FitAndFill,width=1200,height=675)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)