''... কংগ্রেস ৩টি এবং আম আদমি পার্টি ৪টি আসন পাবে ...'' জানিয়ে দিলেন কানহাইয়া কুমার

বিজেপিকে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা।

author-image
Adrita
New Update
f

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোটগ্রহণ পর্ব চলছে। উত্তর-পূর্ব দিল্লি থেকে কংগ্রেস প্রার্থী হয়েছেন কানহাইয়া কুমার।

তিনি বলেছেন, " দিল্লিতে, কংগ্রেস ৩টি আসন পাবে এবং আম আদমি পার্টি ৪টি আসন পাবে। জনগণের মধ্যে একটি দুর্দান্ত উৎসাহ রয়েছে। বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতি প্রমাণ করে যে, মানুষ পরিবর্তন চায়। ''

AAP, Congress to contest Punjab LS polls separately despite alliance in  other states

তিনি আরও জানিয়েছেন যে, '' বেশ কিছু জায়গায় ইভিএম কাজ করছিল না। কিন্তু আমি আশা করি ECI যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করবে। ''

তিনি বিজেপিকেও কটাক্ষ করেছেন। তার কথায়, '' যখন বিজেপি বলে '৪০০ পার ' তারা পেট্রোলের দাম নিয়ে কথা বলে, আসন সংখ্যা নয়। "

Bharatiya Janata Party (BJP) | History, Ideology, Election Performance, &  Beliefs | Britannica

Add 1