'' কংগ্রেসের টাকা ফিরিয়ে দিতে হবে '' দাবী সাধারণ সম্পাদকের

কংগ্রেস বকেয়া টাকা পেলে তা নির্বাচনে কাজ দেবে।

author-image
Adrita
New Update
fc

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল বলেন, " আমরা সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানাচ্ছি। কিন্তু এটা স্পষ্টতই কংগ্রেস দলের আর্থিক উৎস বন্ধ করার ষড়যন্ত্র, যাতে কংগ্রেস দলের পক্ষে নির্বাচনে লড়ার জন্য লেভেল প্ল্যানিং ফিল্ড অস্বীকার করা যায়। সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই নির্বাচন পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছিল। কিন্তু প্রকৃতপক্ষে তারা এরই মধ্যে আমাদের হিসাব জব্দ করেছে। আমি জানি না এই জিনিসটির কী অবস্থা। তারা আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা নিয়েছে। কংগ্রেসকে তা ফিরিয়ে দিতে হবে। তাহলেই আমরা নির্বাচনে লড়তে পারব। '' 

Clear Picture By Tomorrow: Congress's KC Venugopal On Karnataka Political  Turmoil

Add 1