নিজস্ব সংবাদদাতাঃ লোকসভা নির্বাচন শেষ হয়েছে। এখন অপেক্ষা রয়েছে ভোটের ফলাফলের। তবে এর মধ্যেই বোমা হামলার খবর পাওয়া গিয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে যে, বারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের নির্বাচনী এজেন্ট প্রিয়াংকু পান্ডের বাড়ির সামনের মাঠে বোমাবাজির অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
/anm-bengali/media/post_attachments/d39288c903a03cfcfb1cfb427c32f9699e2db6befad5645c8feff18528ecfc59.jpg)
এই ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ।
/anm-bengali/media/post_attachments/b73df1a7362724db2309a808a40524ee7afd8d3323b50b6886db552d28e7b2ed.jpg?size=948:533)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)