বিজেপি ৭০ শতাংশ ভোট পাবে, জানিয়ে দিলেন নেতা

জানিয়ে দিলেন বিজেপি নেতা।

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
ds

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ শুরু হয়েছে দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন। এই আবহে ছত্তিশগড়ের উপ-মুখ্যমন্ত্রী বিজয় শর্মা বলেন, " আমি ভোটারদের কাছে আবেদন করছি যে অবশ্যই ভোট দিন। গণতন্ত্রকে শক্তিশালী করতে আপনাদের অবশ্যই ভোট দিতে হবে। '' 

তিনি আরও বলেন যে, " ভূপেশ বাঘেল রাজনন্দগাঁও থেকে প্রার্থী হয়েছেন। তার সঙ্গে অনেকগুলো বিষয় জড়িয়ে আছে। তার আমলে গোটা ছত্তিশগড়ের পরিস্থিতি বদলে গিয়েছিল। তিনি নিজেই তাদের ইশতেহার ঘোষণা ছিন্নভিন্ন করে দিয়েছেন। ছত্তিশগড়ে কীভাবে প্রতারণা হয়েছে, তা স্পষ্ট। তাই তিনি যখন মানুষের মাঝে যান তখন এ ধরনের সব বিষয় উঠে আসে।

Lok Sabha Elections 2024: Can BJP repeat its poll success in Uttar Pradesh?  Here's a SWOT analysis

রাজনন্দগাঁও ও কাঙ্কেরের নকশাল অধ্যুষিত এলাকা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, " ৭০ শতাংশ ভোট পড়বে। প্রধানমন্ত্রী মোদীর গ্যারান্টি এবং বিষ্ণু দেও সাইয়ের সরকারের উপর ভোট দেওয়া হবে। মানুষ ভূপেশ বাঘেল ও তার কাজের বিরুদ্ধে ভোট দেবেন। তিনি নকশাল অধ্যুষিত এলাকায় ভুল করেছেন। এয়ার স্ট্রাইকের পর তারা প্রশ্ন তুলেছিল এবং জওয়ানদের বীরত্ব নিয়ে প্রশ্ন তুলেছিল। তারা ভারতকে দুর্বল করে নরম রাষ্ট্রে পরিণত করতে চায়। '' 

The BJP and State Politics in India: A Crashing Wave? Analyzing the BJP  Performance in Five State Elections | IFRI - Institut français des  relations internationales

Add 1