এসবের জন্য তৃণমূলই দায়ী!

 বরানগর বিধানসভার উপনির্বাচনে রাজনৈতিক সংঘর্ষ এবং ভুয়ো ভোটার প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা সজল ঘোষ। 

author-image
Shroddha Bhattacharyya
আপডেট করা হয়েছে
New Update
CXVGFVBHJHK

নিজস্ব সংবাদদাতা: বরানগর বিধানসভার উপনির্বাচনে বিজেপির তরফে সজল ঘোষকে প্রার্থী করা হয়েছিল। লোকসভা নির্বাচনের সঙ্গেই অনুষ্ঠিত হয়েছিল বরানগর বিধানসভার উপনির্বাচন।

publive-image

সেই উপনির্বাচনে রাজনৈতিক সংঘর্ষ ও বুথে ভুয়ো ভোটার প্রসঙ্গে, এএনএম নিউজ-এর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, বিজেপি নেতা সজল ঘোষ জানিয়েছেন, "প্রত্যেকবারই বুথে ভুয়ো ভোটার ধরি আমরা।

publive-image

সেই ঘটনা কখনো ক্যামেরার সামনে আসে কিংবা কখনো ক্যামেরার সামনে আসেনা। এবার আমি প্রার্থী হয়েছিলাম, তাই ক্যামেরার আলোতে এসেছিলাম। তৃণমূলের সবকিছুই ভুয়ো। প্রত্যেক নির্বাচনে এই এক ঘটনা দেখা যায়। এইসব ঘটনার জন্য তৃণমূল ছাড়া আর কেউ দায়ী নয়। ভুয়ো ভোট না দিলে তো এসব রাজনৈতিক সংঘর্ষ হতো না।"

Add 1