নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ বোলপুরের জনসভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, '' পিসি ভাইপো নয়, সাহস থাকলে আমাদের নাম বলুন। ''
এই মন্তব্য প্রসঙ্গে দিলীপ ঘোষ পাল্টা সরব হয়েছেন। তিনি বলেন," এতদিন পিসি ভাইপো বলে ভোটটা নিয়েছেন আর আজ নামটা বদনাম হয়ে গিয়েছে বলে ভয় পাচ্ছেন ? লোক ঠিক নাম দিয়েছে, লোকেরা সবাই সব জানে। আমি তো একা বলছি না, সারা সমাজ, সারা সমাজমাধ্যম বলছে। আজ নাম পাল্টাবেন কেন ? দলেরও নাম পাল্টাতে হবে। হোর্ডিংয়ে কোথাও তৃণমূলের নাম দেওয়া হচ্ছে না, খালি ঘাসফুল দেওয়া হচ্ছে। কারণ তৃণমূল দলটাই বদনাম হয়ে গিয়েছে। ''
তিনি আরও বলেন যে, '' উত্তর ২৪ পরগনার সন্দেশখালির তৃণমূলের জেলা সভাপতি বলেছেন আমাদের ভোট চাইতেও লজ্জা করছে। মুখ্যমন্ত্রী এমন কাজ করেন কেন যাতে লজ্জিত হতে হয় ? মুখ্যমন্ত্রী নিজে পর্যন্ত লজ্জিত। ''
তিনি আরও বলেন, '' শালিমার প্রতীক আজ দুর্নীতির প্রতীক হয়ে গিয়েছে। হাওয়াই চটি সাদা শাড়ি আজ দুর্নীতির প্রতীক। ''
লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট প্রচার করেন দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তিনি আজ কাঁকসার গোপালপুর, বাঁদরাসহ রাজবাঁধের বিভিন্ন প্রান্তে নির্বাচনী প্রচার সারলেন। এদিন কয়েকশো বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল প্রচারে।