মোদীর মুখে ' বাম জমানা ', দিলেন বাংলায় স্লোগান

সোমবার চতুর্থ দফার ভোট গ্রহণ।

author-image
Adrita
New Update
চ

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট গ্রহণ আগামীকাল। এই আবহে আজ বাংলায় এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলায় পা রেখেই তিনি তার বক্তব্যে বাম জমানার স্লোগানকে ফের একবার বাংলার মানুষের সামনে তুলে ধরেছেন। বাংলার মাটিতে দাঁড়িয়েই তিনি তৃণমূলকে তীব্র ভাষায় নিশানা করেছেন। তিনি বলেছেন, '' বিজেপির এক একটা ভোট তৃণমূলকে সোজা করতে পারে। তৃণমূল বাংলায় যুবকদের ভবিষ্যৎ নষ্ট করছে। ''  

PM Narendra Modi In Goa India Energy Week 2024 NIT permanent campus ONGC  Sea Survival Centre Viksit Bharat Viksit Goa 2047

প্রধানমন্ত্রী মোদী বাম জমানার প্রসঙ্গ তুলে বলেছেন, '' একটা সময় ছিল যখন বাংলার অর্থনীতিকে শক্তিশালী করতে বড় অবদান নিয়েছিল রাজ্য সরকার। একটা সময় ছিল যখন বাংলায় অনেক নতুন বৈজ্ঞানিক আবিষ্কার হয়েছিল। কিন্তু এখন তৃণমূলের শাসনে বাংলায় বোমা তৈরির হোম ইন্ডাস্ট্রি চলছে। ''

BJP MLA says party made mistake by inducting TMC leaders before polls –  India TV

প্রধানমন্ত্রী মোদীর মুখে এদিন বাম আমলের স্লোগান শোনা যায়, ' চোর ধরো জেল ভরো। ' এক সময় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বামেরা এই স্লোগান দিয়ে তাদের আন্দোলন শুরু করেছিল। ফের একবার নরেন্দ্র মোদী এই স্লোগান দিয়ে বামেদের সেই আন্দোলনের কথা মনে করিয়ে দিলেন। 

Add 1