নিজস্ব সংবাদদাতাঃ লোক সভা ভোটের তৃতীয় দফার নির্বাচনআসন্ন। নির্বাচন কমিশন অনুযায়ী, যারা বিশেষ ভাবে সক্ষম ব্যক্তি এবং ৮৫ বছরের বেশি বয়সী প্রবীণ নাগরিকদের তাদের বাড়িতে পোলিং টিম পাঠানো হবে। যাতে তারা বাড়ি থেকেই ভোট দিতে পারেন।
#WATCH | Indore, MP: Polling teams sent to the houses of specially-abled people and senior citizens above the age of 85 so that they can vote from home. pic.twitter.com/P4V7en9vml