নিজস্ব সংবাদদাতাঃ অল্প দিনের ছুটিতে ভ্রমণ পিপাসুরা আশেপাশের কোথাও ঘুরে আসতে, বেড়াতে যেতে ভালবাসেন। তাদের জন্য এক অন্যতম প্রিয় জায়গা হল দিঘা। মূলত শুক্রবার দেখেই পর্যটকরা দিঘাতে আসেন। সপ্তাহের শেষ দুদিন দিঘাতে কাটিয়ে ফের কর্মব্যস্ত জীবনে ফিরে আসা। তবে এবার শুক্রবার থেকে বন্ধ হল দিঘার সব হোটলের বুকিং।
জানা গিয়েছে যে, আগামী ২৫ মে লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় পূর্ব মেদিনীপুরের দুই কেন্দ্র কাঁথি ও তমলুকে ভোট। সেই কারণেই হোটেল বুকিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহিরাগতদের আনাগোনা ঠেকাতেই এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। তবে আরও জানা গিয়েছে যে, যারা ভোটের আগেই দিঘার বিভিন্ন হোটেলে বুকিং করে রেখেছেন, একমাত্র সেইসব পর্যটকরাই দিঘাতে আসতে পারেন।