নিজস্ব সংবাদদাতাঃ লোকসভা নির্বাচন চলছে। তৃতীয় দফার নির্বাচনের প্রচার চলছে। আগামী ৪ ঠা জুন এই নির্বাচনের ফলাফল। এই অবস্থায় তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। তার কথায়, '' ৪ জুনের পর পিসি-ভাইপো দরজা খুলে বসে থাকবে। আর কেউ থাকবে না। ''
তবে দিলীপ ঘোষের এই মন্তব্যের কড়া সমালোচনা করেছে রাজ্যের শাসক দল। দলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বলেন, '' হার নিশ্চিত বুঝে এমন এমন উল্টোপাল্টা বলছেন দিলীপ। এই ভাবে তিনি প্রচারে থাকতে চাইছেন। সেই সঙ্গে প্রখর গরমে মাথা ঠিক রাখতে পারছেন না। এর আগেও তিনি এমন কথা বলেছেন বারবার। এটাই বিজেপির সংস্কৃতি। মানুষ ইভিএম-এ জবাব দেবে বিজেপিকে। ''