নিজস্ব সংবাদদাতা, তমলুকঃ সাংবাদিক বৈঠক ডেকে তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সাম্প্রতিক সময়ে ঘটে চলা বেশ কিছু বিষয়ের প্রশ্নের উত্তর দিয়েছন সাংবাদিকদের। তার পাশাপাশি তিনি শাসক দলের ওপরে তার ক্ষোভ উগড়ে দিয়েছেন।
তার কথায়, '' হলদিয়ার বিভিন্ন কল-কারখানায় শ্রমিকদের তৃণমূলের ওয়ার্ড সভাপতি কিংবা অঞ্চল সভাপতির কাছ থেকে চিঠি নিয়ে আসতে বাধ্য করা হচ্ছে। এই নিয়ে নির্বাচন কমিশনে জানানো হয়েছে। আইনি পদক্ষেপ গ্রহণ করার কথাও বলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ''
তিনি শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে বলেছেন যে, '' সন্দেশখালির ঘটনার মতোই অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও সৌম্যেন্দু অধিকারীর বিরুদ্ধে ফেক ভিডিও করার চক্রান্ত চলেছে। ''
তিনি আরও বলেছেন যে, '' কিছু সংখ্যালঘু এলাকায় তৃণমূল ১০০ শতাংশ ভোট পাওয়ার জন্য উঠেপড়ে লেগেছে। ওই সব এলাকার ভোটারদের বলবো নিজেদের ভোট নিজেরাই দিন। যাকেই দিন না কেন, নিজের ভোট নিজে দিন। ''