উন্নতির শিখরে উঠেছে দেশ, পাট শিল্পে দেখা যাচ্ছে নতুন চমক

পাটের তৈরি পতাকার দাম থাকছে ৩০ থেকে ৫০ টাকা। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
juteflag-ezgif.com-resize

File Picture

নিজস্ব সংবাদদাতা: হাতে গোনা আর কয়েকটা দিন। তারপরই দেশ পালন করবে ৭৮তম স্বাধীনতা দিবস। দেশ স্বাধীন হওয়ার পর থেকে বিভিন্ন ক্ষেত্রে উন্নতি সাধন করেছে। বিভিন্ন সেক্টরে আজ বিশ্বের দরবারে ভারত উদাহরণ হয়ে উঠেছে; যা দেশের এই স্বাধীনতা প্রাপ্তিকে যেন আরও মুখরিত করে তোলে। কয়েক বছর ধরেই পাট শিল্পে ভারত উন্নতির শিখরে পৌঁছেছে। এমনকি ইকোনমিক সেক্টরে আজ পাট শিল্প একটা বিশেষ মাত্রা যোগ করেছে। 

jute products

আর এইবার সেই পাট দিয়েই থাকবে চমক। পাট দিয়ে তিরঙ্গা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন উত্তর দিনাজপুরের শিল্পী সত্যেন্দ্রনাথ রায়। এই পাটের তৈরি পতাকা যেরকম টেকসই হবে সেরকমই হবে নতুনত্ব। পাটের তৈরি পতাকার দাম থাকছে ৩০ থেকে ৫০ টাকা। 

jute making