ভারতের গৌরব ISRO, আসুন দেখে নিই কিছু উল্লেখযোগ্য মিশন

ভারতের গৌরব ISRO।

author-image
Adrita
New Update
ওঃ

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ ভারতের স্বাধীনতার ৭৭ বছর পার। ভারত বিশ্বের মধ্যে এক নিজস্ব মাত্রা অর্জন করেছে। ভারত আজ অন্যান্য প্রথম বিশ্বের দেশগুলির সঙ্গে পাল্লা দিয়ে চলেছে। ভারত আজ মহাকাশেও নিজের পরিচয় রেখেছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বা ISRO, আজ মহাকাশবিজ্ঞানে আন্তর্জাতিক সংস্থা নাসাকেও পিছনে ফেলে দিয়েছে। 

Chandrayaan 3 Launch: রাত পোহালেই মিশন চন্দ্রযান, কখন কোথায় কীভাবে  দেখবেন?: How to watch ISRO's Chandrayaan 3 launch online | Indian Express  Bangla

স্বাধীনতার পর থেকে আজ অবধি ISRO থেকে ১২৫টি মহাকাশযান মিশন এবং ৯২টি উৎক্ষেপণ মিশন পরিচালনা করেছে। আসুন দেখে নিই কয়েকটি মিশন। 

Chandrayaan-3 Launch: এগুলি চন্দ্রযান-৩ মিশনের তিনটি প্রধান পর্যায়:  Chandrayaan-3 Launch: These are the three steps of Mission Moon | Indian  Express Bangla

চন্দ্রযান ১ঃ এটি ভারতের প্রথম চন্দ্রযান। এই মিশনটি ২০০৮ সালের ২২ শে অক্টোবর পরিচালিত হয়েছিল। ২০০৮ সালের ৮ নভেম্বরে এই যানটি সফলভাবে চন্দ্র কক্ষপথে প্রবেশ করে। 

Chandrayaan-1 Mission | ISRO intentionally crashed spacecraft on moon  during Chandrayaan-1 mission dgtl - Anandabazar

চন্দ্রযান ২ঃ এই মিশনটি ২০১৯ সালের ২২ জুলাই যাত্রা শুরু করেছিল। এটির উদ্দেশ্য ছিল চাঁদের মাটিতে জলের সন্ধান করা। 

Chandrayaan 2 Landing: Nasa is watching Indian Chandrayaan-2 landing -  Anandabazar

আদিত্য এল ১ঃ এটি সূর্যকে প্রদক্ষিণ করার জন্য এক মিশন ছিল। 

Aditya L1 | Aditya L1 will be launched from Sriharikota's Satish Dhawan  Space Centre in sometime dgtl - Anandabazar

মার্স অরবিটার মিশনঃ ২০১৩ সালের ৫ নভেম্বর এটি যাত্রা শুরু করেছিল। এটি ভারতের প্রথম আন্তঃগ্রহীয় স্পেসফ্লাইট মিশন এবং সোভিয়েত স্পেস প্রোগ্রাম, নাসা এবং ইউরোপীয় স্পেস এজেন্সির পরে ISRO মঙ্গল গ্রহে পৌঁছানোর চতুর্থ মহাকাশ সংস্থা হয়ে উঠেছে। 

Mangalyaan: নিঃশব্দে বিদায় নিল 'মম', প্রত্যাশা ছাপিয়ে শেষ ভারতের প্রথম  মঙ্গল অভিযান - Bengali News | Mangalyaan runs out of fuel, India's maiden  Mars mission ends its journey | TV9 Bangla News

এছাড়াও ইসরোর আগামী দিনে বেশ কিছু মিশন রয়েছে । যেমন, গগনযান এবং নিসার, চন্দ্রযান ৪, AstroSat-2 ইত্যাদি।