indias journey towards brighter future: মহিলা সংরক্ষণ বিল

মহিলা সংরক্ষণ বিল ভারতের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করবে। 

author-image
Aniket
New Update
মহিলা সংরক্ষণ বিল

File Picture

নিজস্ব সংবাদদাতা: ভারত স্বাধীনতার মাত্র কয়েক বছরের মধ্যেই বিশ্বে নিজেদের চিহ্নিত করতে সক্ষম হয়েছে। তাছাড়াও বিভিন্ন ক্ষেত্রে ভারত দিন-প্রতিদিন উজ্জ্বল হয়ে উঠছে। এছাড়াও আরও উজ্জ্বলতর ভবিষ্যতের লক্ষ্যে ভারত একের পর এক নানা সিদ্ধান্ত নিচ্ছে। ইতিমধ্যেই ভারতে নারীরাও পুরুষের সঙ্গে সম মর্যাদা নিয়ে সকল ক্ষেত্রে নিজেদের যোগ্যতা তুলে ধরছেন। যার প্রভাব লক্ষ্যণীয় রাজনীতি ক্ষেত্রতেও। তবে ভারত আরও উজ্জ্বল ভবিষ্যতের জন্য বড় সিদ্ধান্ত নিয়েছে। রতের সংসদে পাস করা হয়েছে, মহিলা সংরক্ষণ বিল। যেই বিল অনুসারে ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভার এবং রাজ্য আইন সভার সমস্ত আসনে মহিলাদের আসন সংখ্যা সংরক্ষণ করা হয়েছে। রোটেশনের মাধ‍্যমে আসনগুলি সংরক্ষিত করার প্রস্তাব করা হয়েছে। এই বিলটির মাধ্যমে মহিলাদের জন্য মোট আসনের এক-তৃতীয়াংশ সংরক্ষিত রাখা হবে৷ ফলে অদূর ভবিষ্যতে ভারতে মহিলাদের ক্ষমতা আরও বৃদ্ধি ঘটবে, যা ভারত আরও উজ্জ্বলতর করে তুলবে।