নিজস্ব সংবাদদাতা: ইতিমধ্যেই ভারত সরকার 'বিকশিত ভারত'-এর সংকল্প গ্রহণ করেছে। তার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক অগ্রগতি এবং পরিবেশগত স্থায়িত্ব বৃদ্ধি করা। আর অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই হলো সবচেয়ে দ্রুত পেমেন্ট সিস্টেম।
এই ক্ষেত্রেও ভারত বিশ্বের ডিজিটাল লেনদেনে প্রায় ৪৬ শতাংশ প্রভাবশালী অবদান রেখেছে। আরবিআই গভর্নর সূত্রে খবর, ভারতে গত ১২ বছরে খুচরো ডিজিটাল পেমেন্ট ৯০ গুণ বৃদ্ধি পেয়েছে। আরও জানা গেছে যে, ২০২৩ সালে ইউপিআই একদিন এ ৪২ কোটি লেনদেন প্রক্রিয়া সম্পন্ন করছে।
পরবর্তীকালে এই সীমা হাজার কোটি লেনদেনের জন্য টিপিং পয়েন্টেও পৌঁছে যাবে। এনপিসিআই সূত্রে খবর, ইউপিআই এর মাধ্যমে করা অর্থ প্রদানের পরিমাণে ৬১ শতাংশ বার্ষিক বৃদ্ধি এবং লেনদেনের মূল্যে ৪৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই প্রবৃদ্ধি ভারতের অর্থনীতিকে সমৃদ্ধ করবে। ডিজিটাল পেমেন্টসের মাধ্যমে লেনদেনের ফলে কালো টাকার লেনদেনের সম্ভাবনাও কমবে।