ঝাড়গ্রামে ভাটিকান সিটি! পুজোয় এবার দারুণ চমক

সামনেই দুর্গাপুজো। জমে যাবে থিমের লড়াই। শহর হোক বা গ্রাম, থিমের অভিনবত্ব সব দিকেই। ঝাড়গ্রামে এবার রোমের স্বাদ পাওয়া যাবে। ভাটিকান সিটিতে ভ্রমণ করবে ঝাড়গ্রামবাসী। তার আগে খুঁটি পুজো হল পূর্বাশা সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোর।

author-image
Pallabi Sanyal
New Update
bbb


নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : রোমের পবিত্র ভাটিকান সিটিতে এবার ঝাড়গ্রামবাসীর অবাধ বিচরণ থাকবে পুজোর কটাদিন।  ঝাড়গ্রাম শহরের পূর্বাশা সার্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে এই ব্যাবস্থাপনা। এবার ভার্টিকান সিটির স্থাপত্যকেই পুজোর থিম হিসেবে বেছে নিয়েছেন তারা। 
আর জন্মাষ্টমীর পূণ্যলগ্নে দুর্গাপুজোর খুঁটি পুজো সম্পন্ন হল। দুর্গোৎসব কমিটির সকল সদস্যদের উপস্থিতিতে এদিন এই খুঁটিপুজো হল। ৪১ বছরে পড়লো এই পুজো। ঠাকুর সনাতনি। কুমোরটুলি থেকে বায়না করা হয়েছে। যেহেতু পবিত্র ভাটিকান সিটি এবার মূল থিম, তাই পবিত্র জনহিতকর কাজের উপরও গুরুত্ব দেওয়া হয়েছে। সেবায়তনের মুক-বধির আশ্রমের আবাসিকদের মহালয়ার দিন নতুন জামাকাপড় প্রদান এবং মধ্যাহ্ন ভোজের আয়জন করা হয়েছে। পাশাপাশি নবমীর মহাভোগের আয়জন থাকছে এবার।