চণ্ডী রূপে পূজিতা হন দেবী! এবার ৩০৩ বছরে খেতুয়ার বনেদী বাড়ির পুজো

বাঙালির দুর্গাপুজো শুরু। ৩০৩ বছরে পা দিল খেতুয়া বাড়ির পুজো। জেনে নিনি অজানা কাহিনী।

author-image
Pallabi Sanyal
New Update
aaaaaaaaaaaaaa

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : সার্বজনীন দুর্গোৎসবের রমরমা। তাও পিছিয়ে নেই বনেদী বাড়ির দুর্গা পুজো। শহর থেকে শুরু করে জেলা, পিছিয়ে নেই কেউ। দীর্ঘ দিনের প্রাচীন রীতিনীতি মেনেই পুজো হয় পড়্যা পরিবারে। দীর্ঘ ৩০০ শতকেও পরিবর্তন হয়নি পুজোর পদ্ধতি। পারিবারিক দেবদালানেই পুজোর আয়োজন হয়। ঠাকুরদালানের অদূরেই রয়েছে শিবমন্দির। এখানে সাত্যকী মতে পুজো হয়, বলি প্রথা নেই। মহালয়ার পরের দিন থেকে শুরু হয় পুজো। মায়ের পুজোর উপকরণ হিসেবে লাগে পদ্মফুল, তুলসী পাতা, করবী, অপরাজিতা ও ঘুসঘুসি ফুল প্রভৃতি। মায়ের পুজোর পাশপাশি শিবের ও পুজোও হয় এখানে। নরূপ চণ্ডী রূপে পূজিতা হন দেবী। সম্পূর্ন পুজো পরিচালনা করে শ্রীধর উমাপতি ভগবতী ট্রাষ্ট। ১০ দিন ধরে চলে পড়্যা পরিবারের পুজো।

hiring.jpg