সাবর্ণ রায়চৌধুরী পরিবারের দুর্গাপুজো আলাদাই ইতিহাস বলে

আর মাত্র কয়েকদিন, ব্যস তারপরেই আসতে চলেছে বাঙালির সর্ব বৃহৎ উৎসব দুর্গাপুজো।

author-image
SWETA MITRA
New Update
atchala.jpg

নিজস্ব সংবাদদাতাঃ দুর্গাপুজোকে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব বলা হয়। এটি কেবল দেবীর উপাসনা করার উৎসব নয়; দুর্গাপুজো হল একটি কার্নিভাল। এটি পরিবার, বন্ধুবান্ধবের সঙ্গে পুনর্মিলনের সময়। আর দুর্গাপুজো নিয়ে কথা হবে কিন্তু বনেদি বাড়ির প্রসঙ্গ উঠবে না তা কি হয়? আজকের এই প্রতিবেদন এক বনেদি বাড়ির পুজো নিয়ে। সাবর্ণ রায়চৌধুরী পরিবারের আটচালা দুর্গাপুজো নিয়ে আলোচনা হবে। এটি শহরের প্রাচীনতম পারিবারিক দুর্গাপুজো। ১৬৯৮ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে অধিগ্রহণ করা গোবিন্দপুর, সুতানুতি ও কালিকাটা গ্রামের মালিক ছিলেন রায়চৌধুরীরা। এই তিনটি গ্রাম পরবর্তীতে কলকাতা শহরে পরিণত হয়। পরিবারটি তখন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং সম্প্রসারিত পরিবারগুলি তাদের নিজস্ব পুজো শুরু করেছে।