নিজস্ব সংবাদদাতা: আপনি কি মীন রাশির জাতক বা জাতিকা? তার ওপর আপনার জন্ম কি যেকোনো মাসের ২, ১১, ২০, ২৯ তারিখে জন্ম হয়েছে? তাহলে আসন্ন বছর আপনাদের জন্য সম্পর্কের টানাপোড়েনে কাটতে চলেছে। মানসিক চাপ অত্যন্ত বৃদ্ধি পাবে। সাধারণত এই মানুষদের রুলিং প্ল্যানেট হয় চন্দ্রমা। ফলে চাঁদ যেমন প্রত্যেক দিন বদলায়, তেমনই ক্ষণে ক্ষণে এই ধরণের মানুষের মুডও বদলায়।
এই ধরণের মানুষ সম্পর্কের বিষয়ে খুবই ইমোশনাল হয়ে থাকেন। আর আসন্ন বছরে সম্পর্ক ধরে রাখার ক্ষেত্রেই কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে এই মানুষদের। বিশ্বাসঘাতকতার মধ্যে দিয়ে কাছের মানুষের ভিন্ন রূপ আপনার সামনে ফুটে উঠতে পারে। এছাড়াও প্রেম বা বৈবাহিক সম্পর্কে টানাপোড়েন বৃদ্ধি পাবার সম্ভাবনা রয়েছে। তবে আসন্ন বছরে বাকি ক্ষেত্রে এই মানুষদের ভালো সময় যাবে। আর্থিক উন্নতি ব্যাপকভাবে হবে। গাড়ি, বাড়ি করার যোগ রয়েছে। পড়াশোনায় বড় ইচ্ছাপূর্ণ হবে। বিদেশযাত্রার যোগ রয়েছে এবং বছরের প্রথম থেকেই ভ্রমণ হবে প্রচুর।