ভারত বনাম ভারতঃ কে আনবে সোনা?

ভারত ১৩টি স্বর্ণ, ২৪টি রৌপ্য এবং ৪৩টি ব্রোঞ্জ সহ মোট ৬১ টি পদক জিতেছে এশিয়ান গেমস ২০২৩ এ। পুরুষদের ক্যানো ডাবল ১০০০ মিটার ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে ভারত।

author-image
Adrita
New Update
এক্স

নিজস্ব সংবাদদাতাঃ এশিয়ান গেমস ২০২৩ (Asian Games 2023) এ ভারত এখনও পর্যন্ত সোনা, রূপো এবং ব্রোঞ্জ মিলিয়ে মোট ৬১ টি পদক জিতেছে। তিরন্দাজিতেও (Archery) ভারতের নাম উজ্জ্বল করেছে ভারতের দুই তিরন্দাজি  ওজাস প্রবীণ দেওতালে এবং অভিষেক বর্মা (Medal Winners)। তারা দুজনেই পুরুষদের ব্যক্তিগত তিরন্দাজিতে একে অপরের মুখোমুখি লড়বেন ফাইনালে। যা ভারতের সোনা এবং রুপো জয়ের লক্ষ্যমাত্রাকে আরও সুনিশ্চিত করবে। যা ভারতের কাছে এক 'ঐতিহাসিক পদক' জয় হতে চলেছে। এখন শুধু অপেক্ষা যে কে শেষ পর্যন্ত ভারতের হয়ে সোনা নিয়ে আসেন। গোটা দেশ এখন তাদের মুখের দিকে তাকিয়ে রয়েছে। অর্থাৎ এখন খেলা হবে ভারত বনাম ভারতের (INDIA VS INDIA) মধ্যে। 

hiring.jpg

কোয়ার্টার-ফাইনালে ১৫০-তে ১৫০। সেমিফাইনালে ১৫০-তে ১৫০। এক পয়েন্টও না খুইয়ে এশিয়ান গেমসে পুরুষদের ব্যক্তিগত তিরন্দাজির ফাইনালে উঠলেন ভারতের তারকা ওজাস দেওতালে। ৩ অক্টোবর, মঙ্গলবার কোয়ার্টার-ফাইনালে কাজাখস্তানের আমিরখন সাদিকোভকে হারিয়ে দেন বিশ্বচ্যাম্পিয়ন ওজাস। ১৫টি তির থেকে 'পারফেক্ট ১০' আদায় করে নেন ভারতীয় তারকা। রীতিমতো তিরন্দাজি ফিল্ডে আগুন ধরিয়ে দেন। সেইসঙ্গে উঠে যান সেমিফাইনালে। সেমিফাইনালেও সেই অবিশ্বাস্য ছন্দ ধরে রাখেন ওজাস। দক্ষিণ কোরিয়ার জিয়ন ইয়াং দারুণ খেললেও ওজাস নিজেকে এমন উচ্চতায় নিয়ে যান যে প্রতিপক্ষের কিছু করার ছিল না। মোট ১৫ বার তির ছোড়েন ওজাস। প্রতিটি তির থেকে ১০ পয়েন্ট তুলে নেন। জিয়নও শেষ ছ'টি তিরে ‘পারফেক্ট ১০’ পান। কিন্তু কোনও লাভ হয়নি। ফাইনালে উঠে যান ওজাস। পয়েন্ট দাঁড়ায় ১৫০-১৪৫। 

তবে ফাইনালের খেলা বেশ জমজমাট হতে চলেছে। খুব সহজ হবে না লড়াইটা। কেননা, ফাইনালে ওজাসের প্রতিপক্ষ হলেন তারই সতীর্থ অভিষেক। তিনিও সেমিফাইনালে দক্ষিণ কোরিয়ার তিরন্দাজকে হারিয়ে ফাইনালে উঠেছেন। তার লড়াইটা অবশ্য বেশ হাড্ডাহাড্ডি হয়। জিহুন জু'র সঙ্গে কড়া টক্করের পর ফাইনালে উঠে যান অভিষেক। ১৫০ পয়েন্টের মধ্যে আদায় করে নেন ১৪৭।

hiring 2.jpeg

তবে আজ ৩ অক্টোবর, মঙ্গলবার হবেনা ফাইনাল। ফাইনালের জন্য আগামী শনিবার অর্থাৎ, ৭ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেদিন ফাইনালে লড়াই হবে ওজাস এবং অভিষেকের মধ্যে। তবে আজ যে ছন্দে ছিলেন ওজাস, তাতে তিনি সম্ভবত মনেপ্রাণে চাইছিলেন যে আজই ফাইনালটা হয়ে যাক।