কাবাডির মাঠে ভারতের মুখ উজ্জ্বল করল 'সোনার' প্রিয়াঙ্কা

প্রিয়াঙ্কা পিলানিয়া একজন ভারতীয় কাবাডি খেলোয়াড়। হরিয়ানার ঝাজ্জার জেলার গুলিয়া গ্রামের বাসিন্দা তিনি। ২০২৩ সালের এশিয়ান গেমসে স্বর্ণপদক জয়ী দলের অন্যতম সদস্যও ছিলেন তিনি।

author-image
Adrita
New Update
x

নিজস্ব সংবাদদাতাঃ এশিয়ান গেমসে ভারতের প্রতিযোগীরা ১০০টির ও বেশি পদক জয় করেছে। এটি ভারতের কাছে অত্যন্ত গর্বের বিষয়। নানা খেলায় নানা পদক লাভ করেছে ভারত। ১৯তম এশিয়ান গেমসে ভারতীয় মহিলা কাবাডি দল স্বর্ণপদক লাভ করেছে। এই দলের অন্যতম খেলোয়াড় ছিলেন হরিয়ানার ঝাজ্জার জেলার গুলিয়া গ্রামের কাবাডি খেলোয়াড় প্রিয়াঙ্কা পিলানিয়া। 

hiring.jpg

খেলা শেষে গ্রামে ফেরার পরে গ্রামবাসীরা তাকে ফুল মালা দিয়ে বরণ করে নেয়। স্বর্ণপদক জয়ের পরে প্রিয়াঙ্কা তার অনুভূতি সম্পর্কে সাংবাদিকদের জানিয়েছেন যে,  '' আমি গ্রাম পঞ্চায়েতকে বলতে চাই যে আমরা পদক জিততে থাকব। আপনারা সকলে আমাদের অনেক উৎসাহ এবং সম্মান দেখিয়েছেন। যদি আসন্ন খেলোয়াড়রাও এমন উৎসাহ এবং সম্মান পায়, তবে তারাও এমন সাফল্য পাবে। সামনে বিশ্বকাপ আছে, তাই এটাই আমার লক্ষ্য। " 

 

hiring 2.jpeg