এশিয়ান গেমস : রোয়িংয়ে ব্রোঞ্জ!

২৩ সেপ্টেম্বর এশিয়ান গেমস ২০২৩ এর আনুষ্ঠানিক সূচনার পর, ভারত আজ থেকেই পদক জয়ে খাতা খুলেছে। রোয়িং এ এল ব্রোঞ্জ।

author-image
Pallabi Sanyal
New Update
ো্েো্ে



নিজস্ব সংবাদদতা : চীনের হ্যাংজুতে অনুষ্ঠিত হচ্ছে ১৯তম এশিয়ান গেমস।রোয়িং মেনসপেয়ার ইভেন্টে ব্রোঞ্জ প্রাপ্তি ভারতের। যাদের হাত ধরে ব্রোঞ্জ এল ভারতের ঝুলিতে তরা হলেন  লেখ রাম এবং বাবু লাল যাদব।

বাবু লাল যাদব জয়ের কৃতিত্ব দিয়েছেন ভারতীয় সেনাবাহিনী থেকে শুরু করে পরিবার পরিজমকে। তার কথায়, "পদক পাওয়ার পর আমরা খুব খুশি। আমি ২০২১ সালে রোয়িং শুরু করেছিলাম। আমরা ভারতীয় সেনাবাহিনীকে, প্রশিক্ষককে, আমাদের পরিবারের সদস্যদের এবং আমাদের দেশের জনগণকে কৃতিত্ব দিই। ভারতীয় পতাকা দেখে রোমহর্ষণ হয়।" অন্যদিকে, আরেক বিজেতা লেখ রাম বলেছেন, "আমি সত্যিই খুশি। আমাদের কোচরা আমাদের খুব ভালো অনুশীলন করেছেন। অনুশীলনে আমরা যা করেছি তা করার কৌশল ছিল।  আমরা ভারতীয় সেনাবাহিনী, কোচ এবং আমাদের পরিবারের সদস্যদের কৃতিত্ব দিই।"