বর্তমান থেকে ভবিষ্যৎ- শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্ট ট্রাস্টের যাত্রা

শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্ট ট্রাস্টের যাত্রা নিয়ে বিশেষ প্রতিবেদন।

author-image
SWETA MITRA
New Update
cover trust.jpg

নিজস্ব প্রতিনিধিঃ কলকাতাকে সিটি অফ জয় বলা হয়। আর এই সিটি অফ জয় নতুন রূপে সাজতে চলেছে আগামী দিনে। কারণ বড় উদ্যোগ দিয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্ট ট্রাস্ট। এবার পোর্ট ট্রাস্টের সাথে সাথে সিটি অফ জয় নদী পর্যটনের দিকে এগিয়ে যাবে এবং পর্যটন ব্যবস্থায় আরও কীভাবে উন্নতি আনা যায় সেই লক্ষ্যে কাজ করা হবে। শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্ট ট্রাস্ট ক্রুজের সংখ্যা বৃদ্ধি এবং উন্নত করার পরিকল্পনা নিয়ে কাজ করছে। সেইসঙ্গে হলদিয়া এবং কলকাতা বন্দরের খসড়াও বৃদ্ধি পাবে। এছাড়া প্রযুক্তিকে কাজে লাগিয়ে কাজকর্মকে সুশৃঙ্খল ও ত্বরান্বিত করা যায় সেটা নিয়ে কাজ শুরু করে দিয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্ট ট্রাস্ট। এএনএম নিউজের প্রধান সম্পাদক অভিজিৎ নন্দী মজুমদারের সঙ্গে একান্ত আলাপচারিতায় শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্ট ট্রাস্টের চেয়ারম্যান রথেন্দ্র রমন ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন।