রেডিমেড ফ্যাশন না বানানো পোশাক?

আধুনিক যুগে শপিং মলে গিয়ে হোক কিংবা অনলাইনে, রেডিমেড পোশাক কেনার চলই বেশি। কিন্তু এমনও মানুষ আছেন যারা মনে করেন ফিটিংসের দিক থেকে দর্জির দোকানে বানানো পোশাকই বেশি উপযোগী। সত্যিই কি তাই? দেখুন ভিডিও।

author-image
Pallabi Sanyal
New Update
১২৩

দাম অর্ধেক। মান অনেকটাই উন্নত! পুরনো দিনের ফ্যাশন। ফিরে আসি, ৮০ কিংবা ৯০ দশকের ফ্যাশনে। ভাবছেন তো বিষয়টা কী?  কয়েক দশক পিছনে ফিরে দেখলে যে ধরনের  স্যুটিং শার্টিং এবং উপযুক্ত শার্ট প্যান্টের ছবি ভেসে উঠবে চোখের সামনে তা কিন্তু একজন দর্জির তৈরি।  এই দ্রুত গতির প্রযুক্তি চালিত বিশ্বে যাখানে রেডিমেড ফ্যাশনের চল বেশি সেখানে এখনও অনেকেই কাপড় কিনে পোশাক বানান দর্জির দোকানে। কিন্তু এ যুগে দর্জিকে দিয়ে তৈরি করানো পোশাকের গ্রহণযোগ্যতা কতটা? এএনএম এর আড্ডায় এএনএম নিউজের এডিটর ইন চিফ অভিজিৎ নন্দী মজুমদারের সঙ্গে খোলামেলা আলাপচারিতায়  আইকনিক জে এস মহম্মদ আলির পার্টনার মহম্মদ জয়নুদ্দিন নাজমি  জানান যে রেডিমেড পোশাকের থেকে বানানো পোশাক ফিটিংসের দিক থেকে বেশি উপযোগী। আরো কী জানালেন তিনি,  জানতে দেখুন পুরো ভিডিওটি।