বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে, বলছেন সাংসদ

এএনএম-এর আড্ডার এই পর্বে আলোচনায় বাংলাদেশের নির্বাচন। বাংলাদেশের প্রাক্তন মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের সঙ্গে আলাপ চারিতায় এএনএম নিউজের এডিটর ইন চিফ অভিজিৎ নন্দী মজুমদার।

author-image
Pallabi Sanyal
New Update
111

বাংলাদেশ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সেইসঙ্গে বিরোধীদের সামনা সামনি ভোটের ময়দানে নেমে আসার চ্যালেঞ্জ জানানো হয়েছে।  এএনএম -এর আড্ডায় এএনএম নিউজের প্রধান সম্পাদক অভিজিৎ নন্দী মজুমদারকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের প্রাক্তন মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ দাবি করেন, বিরোধীরা তৃণমূল পর্যায়ের রাজনীতির পরিবর্তে তাদের অফিসের চার দেয়ালের ভেতর থেকে আওয়াজ তুলছে। বিরোধী দল বিএনপির শাসনকালে বাংলাদেশ একটি সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছে। সেইসঙ্গে আওয়ামী লীগের এই রাজনীতিবিদ বলেন, জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়েছে এবং তার ওপর আস্থা রেখে আরও এক  নির্বাচনে জয়ী করার সিদ্ধান্ত নিয়েছে।