সুরক্ষিত জীবন

এলআইসি নিয়ে অনেকের নানা ধরনের কৌতূহল থাকে।

author-image
SWETA MITRA
New Update
covs ben.jpg

নিজস্ব প্রতিনিধিঃ এলআইসি-র সঙ্গে জুড়ে থাকলে জীবন আরও সহজ হয়ে যাবে আপনার। ছোট শিশু থেকে শুরু করে বয়স্ক, এলআইসির কাছে সবার জন্য কিছু না কিছু আছে। এএনএম নিউজের এডিটর ইন চিফ অভিজিৎ নন্দী মজুমদারের সঙ্গে একান্ত আলাপচারিতায় এলআইসির জোনাল ম্যানেজার অজয় কুমার এলআইসির পলিসি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেছেন।