নিজস্ব প্রতিনিধি -আসামে প্রাকৃতিক বিপর্যয় এবং ব্যাপক বৃষ্টিপাতের দরুন ত্রিপুরা -আসাম জাতীয় সড়কের করুন দশা, তার মাঝেই প্রাকৃতিক বিপর্যয়ের ফলে আসামের বদরপুরে আগারতলার বহু ট্রেন ইতিমধ্যেই বাতিল করা হয়েছে।ফলে সড়ক এবং রেল যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে পড়েছে।এর ফলে শুধু যাত্রীদেরই নয় সেই প্রভাব পড়েছে এখন ত্রিপুরার মানুষেদের ওপরেও।রাজ্যে জ্বালানি সংকটের সম্ভাবনা দেখা দিয়েছে।এমনকি রাজ্যের পেট্রোল পাম্পগুলিতে গ্রাহকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।একদিকে সরকারের পক্ষ থেকে এক নোটিশ জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে, দুই চাকার গাড়ি গুলি ২০০ টাকা, তিন চাকার গাড়িগুলি ৩০০ টাকা এবং চার চাকার গাড়িগুলি ১০০০ টাকার ঊর্ধ্বে জ্বালানি ক্রয় করতে পারবেনা।