নিজস্ব সংবাদদাতা, ডেবরাঃ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৪ নং খানামোহন অঞ্চলের ছাতনাতলা এলাকায় যে ৭ টি পরিবারের পানীয় জলের সংকট দেখা দিয়েছিল। তা সমাধানের উদ্যোগ নিয়েছিলেন বিডিও সিঞ্জিনী সেনগুপ্ত। বিডিওর নির্দেশে ওই এলাকায় গিয়ে নতুন টিউবওয়েল বসানোর কাজ শুরু করলেন অঞ্চল প্রধান মৌমিতা মন্ডল সাঁতরা। আজ টিউবওয়েল বসানোর কাজ সম্পূর্ন হলে পানীয় জল পাবে এলাকার মানুষজন। যদিও প্রধানের দাবি ওই এলাকায় তিনটি পরিবার রয়েছে। এদিন অঞ্চল প্রধান বলেন, "জল সমস্যার খবর পেয়ে আমরা দ্রুত সমাধান করার চেষ্টা করছি।" নতুন টিউবওয়েল বসানোর কাজ শুরু হতে খুশি এলাকার মানুষজন।