বিপর্যস্ত অসম, ৪ লক্ষেরও বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত, সহযোগিতার আশ্বাস শাহর

author-image
Harmeet
New Update
বিপর্যস্ত অসম, ৪ লক্ষেরও বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত, সহযোগিতার আশ্বাস শাহর

নিজস্ব সংবাদদাতাঃ বন্যায় বিপর্যস্ত অসম। সবমিলিয়ে মোট ৪ লাখ ৩ হাজার ৩৫২ জন বন্যায় ক্ষতিগ্রস্ত। মঙ্গলবার সমগ্র পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে আলোচনা সারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁকে সমস্ত রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন অমিত শাহ। এরপরেই হিন্দি ও অহমিয়া দুই ভাষায় পৃথক টুইট করে শাহ জানান, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। ভারী বর্ষণের জেরে অসমের বড় অংশ এখন প্লাবিত। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার কাজে নেমেছে। সমস্ত রকমের সহযোগিতার বন্দোবস্ত হচ্ছে। উদ্ধার কাজে হাত লাগিয়েছে সেনা ও অসম রাইফেলসের কর্মীরা। শুধুমাত্র কাছাড় জেলায় প্রাক বর্ষার বন্যায় ক্ষতিগ্রস্ত এক লক্ষের মতো মানুষ। এর মধ্যে ২৪ হাজার ৯৬৫ জন ছেলেমেয়ে, ৩২ হাজার ৮২৭ জন মহিলা রয়েছেন। বন্যার জেরে এখনও পর্যন্ত আটজনের মৃত্যুর খবর মিলেছে।