নিজস্ব সংবাদদাতাঃ বিগত বেশ কয়েকদিন ধরেই বারাণসী জ্ঞানবাপী মসজিদ নিয়ে বিতর্ক চরমে উঠেছে। আদালতের নির্দেশে মসজিদে সমীক্ষা চলেছে। সমীক্ষা চলাকালীন ওজুখানায় ‘শিবলিঙ্গ’ মিলেছে বলেও দাবি করা হয়েছে। এরপরই সিল করা হয়েছে মসজিদের ওজুখানা। এই আবহে এবার মথুরার ইদগাহ ময়দানও সিল করে সেখানে নমাজ বন্ধের আর্জি জানিয়ে আবেদন দায়ের হল আদালতে। মথুরার স্থানীয় আদালতেই দু’জন আইনজীবী এই নিয়ে পৃথক দু’টি মামলা দায়ের করেছেন