দক্ষিণ আফ্রিকায় এক মর্মান্তিক ঘটনায় বর্ণ বৈষম্যের নিন্দার ঝড়

author-image
Harmeet
New Update
দক্ষিণ আফ্রিকায় এক মর্মান্তিক ঘটনায় বর্ণ বৈষম্যের নিন্দার ঝড়

নিজস্ব প্রতিনিধি -একটি মর্মান্তিক ঘটনায় সাক্ষী হয়েছে কেপটাউনের কাছে একটি দক্ষিণ আফ্রিকার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র,তারই এক সহকর্মী কৃষ্ণাঙ্গ ছাত্রের জিনিসপত্রে প্রস্রাব করে যা "বর্ণবাদী হওয়ার" জন্য দেশে ব্যাপক সমালোচনা ও নিন্দার ঝড় উঠেছে৷সুত্রের খবর অনুযায়ী জানা গেছে, রবিবার ভোরে স্টেলেনবোশ ইউনিভার্সিটির (এসইউ) বাসভবনে একজন শ্বেতাঙ্গ ছাত্র কৃষ্ণাঙ্গ ছাত্রের কক্ষে প্রবেশ করে এবং তার জিনিসপত্রে প্রস্রাব করে বলে যে, 'শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গদের সঙ্গে এটি করে'। সোমবার সেই ভিডিও রেকর্ডিংটি জনসাধারণের কাছে প্রকাশ হওয়ার পরে স্থানীয় মিডিয়া হাউসগুলি সেই খবর রিপোর্ট করার পরে অভিযুক্তকে বিশ্ববিদ্যালয় থেকে বরখাস্ত করা হয়।