নিজ জেলায় বদলির দাবিতে ঝাড়গ্রামে বঞ্চিত শিক্ষকদের আন্দোলন

author-image
Harmeet
New Update
নিজ জেলায় বদলির দাবিতে ঝাড়গ্রামে বঞ্চিত শিক্ষকদের আন্দোলন

নিউজ ডেস্ক, ঝাড়গ্রামঃ ঝাড়গ্রাম জেলায় কর্মরত পশ্চিম মেদিনীপুর জেলার শিক্ষকরা দীর্ঘদিন নিজেদের জেলায় বদলি থেকে বঞ্চিত। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে জেলায় বদলি প্রক্রিয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রক্রিয়ায় সারা রাজ্য জুড়ে ১০ হাজার শিক্ষকের তালিকা প্রস্তুত হয় এবং দ্রুততার সঙ্গে ৬ হাজার শিক্ষকের বদলি সম্পন্ন হয়ে যায়। কিন্তু সারা রাজ্যে থেকে যান ৪ হাজার প্রাথমিক শিক্ষক। আর ঝাড়গ্রামে আটকে যান প্রায় ১ হাজার শিক্ষক। কারণ হিসেবে বলা হয়, ঝাড়গ্রাম জেলার ডিপিএসসি স্বয়ং সম্পূর্ণ না হওয়ায় কর্মরত এই শিক্ষকরা নিজেদের জেলায় বদলির সুযোগ পাননি। জেলা বদলির এই প্রক্রিয়া সম্পূর্ণ না করেই "উৎসশ্রী পোর্টাল" চালু করা হয়। কিন্তু ঝাড়গ্রাম জেলায় কর্মরত পশ্চিম মেদিনীপুরের শিক্ষকদের বদলি সমস্যার সমাধান হয়নি। এমতাবস্থায় বদলির দাবি নিয়ে প্রায় আড়াই বছর আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষকরা। বদলি বিষয়ক সমস্যা নিয়ে বিশদে জানবার জন্য ঝাড়গ্রাম প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি বদলির থেকে বঞ্চিত প্রাথমিক শিক্ষক ঐক্য মঞ্চের সদস্যদের মঙ্গলবার আমন্ত্রণ জানান । মঞ্চের সদস্যগণ সংসদ সভাপতি ও ডিআই এর নিকট নিজেদের দাবি পেশ করেন। সম্পূর্ণ বিষয়ের নেতৃত্ব দেন ঐক্য মঞ্চের সভাপতি সুরজিৎ মাহাতো। এই আন্দোলনে উপস্থিত ছিলেন বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির ঝাড়গ্রাম জেলা সম্পাদক সমীর বেরা । তিনি ঝাড়গ্রাম প্রাথমিক বিদ্যালয় সংসদের এই উদ্যোগকে সাধুবাদ জানান । বদলির সমস্যা সমাধানে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ এবং সমস্ত শুন্য পদে শিক্ষক নিয়োগের জন্য কার্যকরী পদক্ষেপের দাবি করেন তিনি।