নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ দীর্ঘ সময় পর মঙ্গলবার মেদিনীপুর সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তার সফরে আসার আগেই একাধিক বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর দিকে কটাক্ষ ছুঁড়ে দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। পাশাপাশি মঙ্গলবার মেদিনীপুর শহরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠক চলাকালীন একই সময়ে নিজের সাংসদ কোটার টাকায় একাধিক প্রকল্পের উদ্বোধন করেন দিলীপ ঘোষ। এইনিয়ে রাজনৈতিক সৌজন্য দেখিয়ে তাঁর কর্মসূচি স্থগিত রাখার আহ্বান জানান, পশ্চিম মেদিনীপুর জেলার জেলা পরিষদের সহ-সভাধিপতি তথা জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর অজিত মাইতি। যদিও অজিত মাইতির কথায় কর্ণপাত না করে দিলীপ ঘোষ মঙ্গলবারে মেদিনীপুর শহরে একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করে। ধর্মাতে একটি যাত্রী প্রতীক্ষালয় উদ্বোধন করেন তিনি। পাশাপাশি বটতলা চকে একটি ও রাঙামাটিতে ড্রেনের উদ্বোধন করেন তিনি। বিকেলে খড়গপুরে ওয়াটার প্ল্যান্ট পরিদর্শন করেন তিনি।