নিজস্ব সংবাদদাতা : হিমাচল প্রদেশে নির্বাচনের আগে সেখানে সংগঠন শক্তিশালী করছে আপ। পাঞ্জাবের পর তাদের টার্গেট এই রাজ্যটিই। হিমাচল সফরে রয়েছেন আপ নেতা মণীশ সিসোদিয়া। মঙ্গলবার হিমাচলের বিজেপি সরকারকে আক্রমণ শানিয়ে তিনি বলেন, পার্বত্য রাজ্যের শিক্ষা ব্যবস্থা নড়বড়ে৷ তার অভিযোগ, ভারতীয় জনতা পার্টি "দাঙ্গার রাজনীতিতে" লিপ্ত হয়েছে। রাজ্যের স্কুলগুলিতে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার অভিযোগ এনে সিসোদিয়া ব্যাখ্যা করেছেন যে,সরকারি স্কুলগুলিতে মৌলিক পরিকাঠামো এবং মানসম্পন্ন শিক্ষার অভাব রয়েছে, অন্যদিকে বেসরকারী স্কুলগুলিতে ফি খুব বেশি কারণ রাজ্য সরকার তাদের জনগণকে লুট করার জন্য বিনামূল্যে হাত দিয়েছে। রাজ্যে ১০,০০০টি স্কুল থাকলেও ৪৭ শতাংশ সরকারি স্কুলে অধ্যক্ষ নেই বলে সুর চড়ান দিল্লির উপমুখ্যমন্ত্রী। আপের প্রসঙ্গ টেনে বলেন,দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল পাঁচ বছরে সরকারি স্কুলে মানসম্পন্ন শিক্ষা প্রদান করে এবং বেসরকারি স্কুলের ফি নিয়ন্ত্রণ করে জাতীয় রাজধানীতে শিক্ষা ব্যবস্থাকে ইতিবাচকভাবে প্রভাবিত করেছেন।