দুর্গাপুর,হরি ঘোষঃ চিকিৎসকদের খামখেয়ালি আসাযাওয়ায় বহির্বিভাগে টিকিট কেটেও সময়মত চিকিৎসা করাতে পারছেন না চিকিৎসা করাতে আসা মানুষজন। এমনই অভিযোগ কিছুদিন আগে থেকে উঠছিল দুর্গাপুর মহকুমা হাসপাতালের বিরুদ্ধে। জেলা স্বাস্থ্য আধিকারিকের কাছে অভিযোগ পৌঁছাতেই দুর্গাপুর মহকুমা হাসপাতালে পৌঁছে গেলেন পশ্চিম বর্ধমান জেলা স্বাস্থ্য আধিকারিক মহম্মদ ইউনিস। মঙ্গলবার সকালে আচমকা দুর্গাপুর মহকুমা হাসপাতালের বহির্বিভাগ পরিদর্শন করেন তিনি। জেলা স্বাস্থ্য আধিকারিক আউটডোরে গিয়ে দেখেন ১ টা চেম্বারে তখনও নেই চিকিৎসক। তখন তিনি কথা বলেন চিকিৎসা করাতে আসা মানুষজনের সঙ্গে। হাসপাতালে চিকিৎসা করাতে আসা মানুষজনের অভিযোগ, সকাল থেকে লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকলেও আউটডোরে নেই চিকিৎসক। সরকারি হাসপাতালের বহির্বিভাগ পরিষেবার এই অবস্থায় উঠছে প্রশ্ন। পশ্চিম বর্ধমান জেলা স্বাস্থ্য আধিকারিক মহম্মদ ইউনিস জানান, সম্পূর্ণ ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।