নিজস্ব সংবাদদাতাঃ লক্ষ্য এবার ৬জি নেটওয়ার্ক পরিষেবা। এই দশকের শেষপর্বেই যে লক্ষ্যে পৌঁছনোর চেষ্টা করছে ভারত। আজ এমনই আশার কথা শোনালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৬জি পরিষেবায় নেটওয়ার্কে আরও গতি আসবে তা বলাইবাহুল্য।প্রধানমন্ত্রী বলেন, এটা শুধুমাত্র ইন্টারনেটের গতি বৃদ্ধির-ই বিষয় নয়, এর পাশাপাশি উন্নয়ন এবং নতুন কর্মসংস্থানও হবে। দেশের প্রশাসনিক কাজে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে ৫জি পরিষেবা। জীবন আরও সহজ হয়ে উঠবে এবং ব্যবসায়িক কাজকর্মও সহজ হবে। এছাড়া কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, পরিকাঠামো ক্ষেত্রের বৃদ্ধি ত্বরাণ্বিত করবে।