নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যের একাধিক জায়গা থেকে বারবার বন্দুক নিয়ে দুষ্কৃতী হামলার অভিযোগ উঠে আসছে। এবার এই নিয়ে প্রশাসনিক বৈঠকে সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, 'বিহার থেকে রাজ্যে আগ্নেয়াস্ত্র আসছে। ২ হাজার টাকায় বন্দুক কিনে এনে রাজ্যের একাধিক জায়গায় হামলা চালাচ্ছে দুষ্কৃতীরা। ট্রেনে করেও আগ্নেয়াস্ত্র রাজ্যে ঢোকানো হচ্ছে। ট্রেনের ওপরও নজরদারি চালাতে হবে।' এদিন নাকা চেকিংয়ের ওপর আরও জোর দিতে বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।