১০০ দিনের টাকা না পেলে মানুষ খাবে কী? প্রশ্ন মুখ্যমন্ত্রীর

author-image
Harmeet
New Update
১০০ দিনের টাকা না পেলে মানুষ খাবে কী? প্রশ্ন মুখ্যমন্ত্রীর

নিজস্ব সংবাদদাতাঃ ফের তিনদিনের জেলা সফরে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার জেলা সফরের প্রথম দিনে পশ্চিম মেদিনীপুরে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেও কেন্দ্রকে নিশানা করেন মমতা। এদিন ১০০ দিনের কাজ করাতে রাজ্যের ৪ দফতরকে ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন তিনি। মমতা বলেন, 'অন্য প্রকল্প থেকে নিয়ে ফান্ড তৈরি করতে হবে। ১০০ দিনের টাকা বকেয়া রয়েছে। কেন্দ্র টাকা দিচ্ছে না। পেট্রোল, ডিজেল, এলপিজির দাম বেড়েছে। ১০০ দিনের কাজের টাকা না পেলে মানুষ খাবে কী? গড়বেতায় কেন পঞ্চায়েতের কাজ হচ্ছে না? গড়বেতায় দ্রুত উন্নয়নের কাজ শেষ করতে হবে।' এদিন মমতা পিডব্লিউডিকে কটাক্ষ করেন। বলেন, 'প্রকল্প করতে বেশি টাকা চায় পিডব্লিউডি। এত খাঁই কেন?'