নিজস্ব সংবাদদাতা : টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই)-এর রজত জয়ন্তী উদযাপনের স্মরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি পোস্টাল স্ট্যাম্প প্রকাশ করলেন মঙ্গলবার। তিনি বলেন, '5G আমাদের অর্থনীতিতে ৪৫০ বিলিয়ন ডলার অবদান রাখবে। এটি কেবল ইন্টারনেটের গতিই ত্বরান্বিত করবে না, উন্নয়নও করবে। এই দশকের শেষে, আমাদের 6G পরিষেবা চালু করতে সক্ষম হওয়া উচিত, এবং আমাদের টাস্ক ফোর্স এটিতে কাজ শুরু করেছে।'