পশ্চিমবাংলা ও ঝাড়খন্ড সীমান্তের ডুবুরডিহি বর্ডারে সেতুর ওপর দাঁড়িয়ে কয়লা বোঝাই ট্রাকের সারি

author-image
Harmeet
New Update
পশ্চিমবাংলা ও ঝাড়খন্ড সীমান্তের ডুবুরডিহি বর্ডারে সেতুর ওপর দাঁড়িয়ে কয়লা বোঝাই ট্রাকের সারি

রাহুল পাসওয়ান, ডুবুরডিহিঃ রাজ্যে এই মুহূর্তে অবৈধ কয়লার কারবারে রাশ টেনেছে পুলিশ ৷ বৈধ কয়লার উৎপাদন বেশির ভাগটাই ইসিএল ও বিসিসিএল এর হাতে ৷ ফলে রাজ্যের বিভিন্ন শিল্প তালুকে গড়ে ওঠা ছোটো ছোটো কল কারখানাগুলি জ্বালানি হিসাবে কয়লার যোগান বজায় রাখতে ভিন রাজ্যের দিকে হাত বাড়িয়েছে ৷ এরফলে প্রতিদিন বাংলা ঝাড়খণ্ড সীমান্তের ডুবুরডিহি চেক পোষ্ট দিয়ে ভিন রাজ্য থেকে আসা কয়লা বোঝাই গাড়ির যাতায়াত বেড়েছে ৷ কিন্তু সীমান্ত এলাকায় নাকা চেকিং পয়েন্টে পুলিশ গাড়িগুলির বৈধ কাগজ পরীক্ষার শিবির গড়ে তুলেছে ৷

প্রশাসন সূত্রে খবর, কয়লা বোঝাই গাড়ির প্রয়োজনীয় বৈধ কাগজ না থাকলে তা কিছুতেই ছাড়া হচ্ছে না ৷ যাদের বৈধ কাগজ রয়েছে তারাই রাজ্যে ঢোকার অনুমোদন পাচ্ছে ৷ তবে নাকা পয়েন্টে একসাথে একাধিক গাড়ি এসে পড়ায় বৈধ কাগজ পরীক্ষার ক্ষেত্রে বেশ কিছুটা সময় লাগছে ৷ যার ফলে ডুবুরডিহি সীমান্তের রাস্তায় যানজটের সৃষ্টি হচ্ছে ৷ এই পরিস্থিতি সামাল দিতে কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশের পক্ষ থেকে কয়লা বোঝাই গাড়িগুলিকে ভিন্ন রাস্তায় ঘুরিয়ে দেওয়া হচ্ছে ৷ তবে গাড়ির চালকদের দাবি, তাদের কাছে বৈধ কাগজ থাকা স্বত্বেও বাংলার পুলিশ তাদের রাজ্যে ঢুকতে দিচ্ছে না ৷ পুলিশ জানিয়েছে, বৈধ কাগজ পত্র খতিয়ে দেখার পর গাড়ি গুলিকে ছাড়া হবে ৷ প্রয়োজনে ইসিএল, বিসিসিএল বা সিসিএলের কাছেও মেল করে জানতে চাওয়া হচ্ছে গাড়িগুলির বৈধ কাগজ সম্পর্কে ৷ প্রয়োজনীয় তথ্য হাতে এলেই বৈধ কাগজ রয়েছে এমন গাড়িগুলিকে ছেড়ে দেওয়া হচ্ছে ৷ যেসব গাড়ির বৈধ কাগজ নেই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে এই অবস্থায় গাড়ির চালকরা সমস্যায় পড়েছেন। পানীয় জল ও খাবার আনতে তাদের বেশ সমস্যায় পড়তে হচ্ছে।