শহর জুড়ে চলবে ই-বাস! দূষণের মাত্রা কমাতে নয়া উদ্যোগ সরকারের
নেপালি ছাত্রীর মৃত্যুতে নতুন করে উত্তেজনা! নেপালের কাছে খারাপ হচ্ছে ভারতের ভাবমূর্তি
কলিঙ্গ ইনস্টিটিউটে ফের নেপালি ছাত্রীর রহস্যমৃত্যু! বিদেশি ছাত্রীদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন
পাশে প্রধানমন্ত্রী বসে! তাঁর সামনেই একী বললেন কেরালার মুখ্যমন্ত্রী
পশ্চিম মেদিনীপুরের ডেবরায় কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে বাড়ি ভাঙলো, গ্রাম পঞ্চায়েত নীরব
প্রবল ঝড়ে গাছ ভেঙে তিন শিশু সহ মায়ের মৃত্যু! এলাকা জুড়ে শোকের ছায়া
কীভাবে প্রতিশোধ নেওয়া হবে পাকিস্তানের ওপর! দিলীপ ঘোষের মন্তব্যে ফাঁস হয়ে গেল সব কিছু
১৯ দিন ধরে বন্ধ ২০০ ট্রেন, বিপাকে ডেবরা, সবং, পিংলার যাত্রীরা
কাশ্মীরের সীমান্তবর্তী গ্রামগুলোর নিরাপত্তা কেমন! কী বলছেন বিজেপি নেতা

জ্বালানি নিয়ে সঙ্কটের বার্তা শোনালেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

author-image
Harmeet
New Update
জ্বালানি নিয়ে সঙ্কটের বার্তা শোনালেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

নিজস্ব সংবাদদাতাঃ সঙ্কট চরমে শ্রীলঙ্কায়। এই পরিস্থিতে দেশবাসীর উদ্দেশে ভাষণে আরও সঙ্কটের বার্তা শোনালেন সদ্য দায়িত্ব নেওয়া প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। দেশে মজুদ জ্বালানি শেষ এবং আমদানি করার জন্য হাতে ডলারও নেই। এই পরিস্থিতিতে কোন পথে সমস্যার সমাধান হবে তার রাস্তাও জানা নেই তাঁর। সোমবার তাঁর ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ‘‘দেশে জ্বালানি তেলের মজুত শেষ। যে টুকু আছে তাতে আর মাত্র একদিন চলবে।’’ তিনি দেশবাসীর উদ্দেশে বার্তাতে আরও বলেন, আগামী দিনে সঙ্কট আরও তীব্র হবে। তার জন্য দেশবাসীকে প্রস্তুত থাকতেও বলেন তিনি। বিক্রমাসিংহে জানান, জ্বালানি তেল ভর্তি তিনটি জাহাজ দাঁড়িয়ে রয়েছে কলম্বো বন্দরে। ডলার ছাড়া তারা তেল দিতে নারাজ। সরকারের হাতে ডলার না থাকায় সেগুলি থেকে তেল কেনাও যাচ্ছে না। এই পরিস্থিতি প্রধানমন্ত্রী দেশবাসীকে ধৈর্য ধরার আবেদন জানিয়ে বলেন,‘‘ সত্যকে লুকানোর কোনও ইচ্ছা নেই আমার। জনগণকে মিথ্যা বলতে চাই না।’’