নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রতি গম রফতানিতে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। চাহিদা অনুযায়ী দেশে গমের জোগান ঠিক রাখার জন্য এই নির্দেশ দিয়েছে ভারত। মূলত দেশে গমের দামে লাগাম রাখার জন্যই এই নির্দেশ। কিন্তু গম রফতানিতে ভারতের এই নিষেধাজ্ঞার পরেই আন্তর্জাতিক বাজারে লাফিয়ে বেড়েছে গমের দাম। ইউরোপের বাজারে সোমবার প্রতি টন গমের দাম পৌঁছেছে ৪৩৫ ইউরোতে । রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই আন্তর্জাতিক বাজারে লাফিয়ে বেড়েছে গমের দাম । এবার ভারতও রফতানি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়ায় আরও চাপ বেড়েছে।