নিজস্ব প্রতিনিধি -উত্তর কোরিয়ায় রবিবার "জ্বরে" ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।দেশটি সম্প্রতি কোভিড এর প্রথম ঘটনা ঘোষণা করেছে এবং দেশব্যাপী লকডাউনের আদেশ দিয়েছে।সুত্রের খবর অনুযায়ী,ইতিমধ্যেই মোট ৪২ জনের মৃত্যু হয়েছে , ৮২০,৬২০ জনের মধ্যে অন্ততপক্ষে ৩২৪,৫৫০ জন চিকিৎসাধীন রয়েছে।রাষ্ট্রীয় গণমাধ্যম অনুযায়ী জানা গেছে পিয়ংইয়ং যাকে "জ্বর" বলে মনে করছেন তাতে দশ লাখেরও বেশি মানুষ এখন অসুস্থ হয়ে পড়েছে।