নিউজ ডেস্ক, ঝাড়গ্রামঃ আগামী ১৯ মে ঝাড়গ্রামে জনসভা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে ঝাড়গ্রাম শহর জুড়ে সাজ সাজ রব শুরু হয়ে গিয়েছে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, আগামী ১৭ মে মুখ্যমন্ত্রী মেদিনীপুরে প্রশাসনিক সভা করবেন। রাতে মেদিনীপুরে থাকবেন।
১৮ মে মেদিনীপুরে জনসভা করবেন। জনসভা শেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন ঝাড়গ্রামে। বিকেল ৪ টায় ঝাড়গ্রাম স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠক করবেন। রাতে ঝাড়গ্রাম রাজবাড়ি টুরিস্ট কমপ্লেক্সে থাকবেন। ১৯ মে দুপুর ১২ টায় ঝাড়গ্রাম স্টেডিয়ামে জনসভা করবেন। সেই জনসভা থেকে বেশকিছু শিলান্যাস করার কথা রয়েছে তার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ ১ বছর পর অরণ্য সুন্দরী ঝাড়গ্রামের মাটিতে পা দেবেন। তাই তার আগেই ঝাড়গ্রাম শহরকে ঢেলে সাজানো হচ্ছে। ঝাড়গ্রাম জেলার জেলা সভাপতি দেবনাথ হাঁসদা বলেন, "দিদি আসছেন তার আগে আমরা প্রত্যেক ব্লকে মিটিং মিছিল করেছি।
আমাদের টার্গেট দিদির জনসভায় ৫০ হাজার মানুষের জনসমাগম করার। রাজ্যের বন ও ক্রেতা দফতরের প্রতিমন্ত্রী তথা ঝাড়গ্রামের বিধায়িকা বীরবাহা হাঁসদা বলেন, "দিদি আসছেন তার জন্য উত্তেজনা তুঙ্গে"। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ১৯ মে জনসভা শেষে তিনি হেলিকপ্টার করে কলকাতায় ফিরবেন। তাই সোমবার দুপুরে রাজ কলেজ সংলগ্ন কাঁটাবাড়ির মাঠে হেলিকপ্টারের ট্রায়াল হল।