নিজস্ব সংবাদদাতা : লুম্বিনিতে পৌঁছে মায়া দেবী মন্দির দর্শন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সঙ্গে ছিলেন নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা ও তার স্ত্রী ড. আরজু রানা দেউবা। তারা মন্দির প্রাঙ্গণের ভিতরে মার্কার স্টোনে তাদের শ্রদ্ধা নিবেদন করেছেন, যা ভগবান বুদ্ধের সঠিক জন্মস্থানকে চিহ্নিত করে৷ তারা বৌদ্ধ রীতি অনুযায়ী পূজায় অংশ নেন। প্রধানমন্ত্রী মোদী এবং নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা মন্দির সংলগ্ন অশোক স্তম্ভের কাছে প্রদীপ জ্বালিয়েছেন। স্তম্ভটি ২৪৯ খ্রিস্টপূর্বাব্দে সম্রাট অশোক দ্বারা নির্মিত হয়েছিল, লুম্বিনি ভগবান বুদ্ধের জন্মস্থান হওয়ার প্রথম এপিগ্রাফিক প্রমাণ বহন করে।
প্রধানমন্ত্রীর দফতর টুইট করে জানিয়েছে, "লুম্বিনীতে পবিত্র মায়া দেবী মন্দিরে প্রার্থনার মাধ্যমে নেপাল সফর শুরু করলে প্রধানমন্ত্রী।" অন্যদিকে নেপালের বিদেশ মন্ত্রকের তরফে টুইটে জানানো হয়েছে, "বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে, উভয় প্রধানমন্ত্রীই গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনীর পবিত্র মায়াদেবী মন্দিরে পূজা ও প্রার্থনা করেছেন।" পবিত্র মায়া দেবী মন্দির পরিদর্শন ছাড়াও, প্রধানমন্ত্রী লুম্বিনি মনাস্টিক জোনে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার ফর বৌদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যের শিলান্যাস অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। তিনি নেপাল সরকার কর্তৃক আয়োজিত বুদ্ধ জয়ন্তীর উদযাপনেও যোগ দেবেন।