নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগেই হোর্ডিংয়ে সেজে উঠেছে মেদিনীপুর শহর। দলের পাশাপাশি পৌরসভা থেকেও মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে শহরে টাঙানো হয়েছে বড় বড় হোর্ডিং। রয়েছে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের প্রচার। আগামী ১৭ ও ১৮ মে মেদিনীপুর শহরে প্রশাসনিক বৈঠক ও বুথ স্তরীয় কর্মীদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা ঘিরে শাসকদলে উত্তাপ বাড়ছে। জোর তৎপরতা তৃণমূল নেতা কর্মীদের মধ্যে। পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা বলেন, "এই সমাবেশে সত্তর হাজার নেতা কর্মী আসবেন।" তার আগে প্রশাসনিক বৈঠক ঘিরে দলের বিধায়ক, সাংসদদের মধ্যে চাপা উত্তেজনা তৈরি হয়েছে। কাকে, কি নিয়ে প্রশ্ন করবেন বা কাজ ঠিক মতো না করা নিয়ে ধমকও খেতে পারেন মুখ্যমন্ত্রীর। রাজ্যের অন্যান্য জেলাগুলোতে এই চিত্র দেখা গিয়েছিল। সূত্রের খবর, গড়বেতায় অবৈধ ভাবে গাছ কেটে নেওয়া কান্ড নিয়ে চাপে রয়েছেন বিধায়িকা। তা নিয়েও জোর চর্চা চলছে। তার পাশাপাশি সভা ঘিরে প্রস্তুতি চলছে জোর কদমে। এক দিকে কলেজ মাঠে চলছে মঞ্চ বাঁধার কাজ অন্য দিকে দলের কর্মীদের নিয়ে চলছে মিটিং মিছিল। সোশ্যাল মিডিয়াতেও লাগাতার প্রচার চলছে। মুখ্যমন্ত্রীর কর্মসূচির পোস্টার লাগাতে দেখা যাচ্ছে দলের নেতা কর্মীদের। তৃণমূলের যুব নেতা সন্দীপ সিংহ বলেন, "জননেত্রীর সভায় আসা কর্মীরা যাতে সুস্থ ভাবে আলোচনা শুনতে পান সেই দিকে জোর নজর চলছে।"